আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বাছাই করা ৭০ টি বাংলা সাহিত্যের বিভিন্ন কবি ও লেখকের ছদ্মনাম । যা বিভিন্ন বাংলা মাধ্যম পরিক্ষায় একটা প্রশ্ন এসেই থাকে । যে কোনো প্রতিযোগিতা মূলক পরিক্ষায় বিভন্ন বিষয় থেকে একটা দুটো প্রশ্ন এসে থাকে , সেই সম্পুর্ণ বিষয় গুলো তোমাদের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা সমস্ত বিষয় গুলো তোমাদের সামনে তুলে ধরব সম্পুর্ণ ফ্রীতে । তোমাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে । আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ । আমাদের লক্ষ্য একটাই –
তোমাদের সাফল্য একান্ত কাম্য

উপরে দেওয়া নমুনা তালিকাটি ডাউনলোড করতে নীচের সবুজ বটনে ক্লিক করো ।
PDF Details:
PDF Name : বাংলা সাহিত্যের বিভিন্ন কবি ও লেখকের ছদ্মনাম
Language: Bengali
Total Page: 04
Total PDF Size : 272kb