প্রিয় পরিক্ষার্থী ,
উত্তর ভারতের নদনদীর মধ্যে উল্লেখযোগ্য একটি নদী হল গঙ্গা নদী । তাছাড়াও গঙ্গা নদী হিন্দু শাস্ত্রের একটি পবিত্র নদী । আমরা অনেকেই এই নদীর উৎপত্তি উপনদী এবং গতিপথ সম্বন্ধে জানি না । তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গঙ্গা নদী সম্পর্কে বিস্তারীত তথ্য । গঙ্গানদীর উৎপত্তি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে । এই পিডিএফ টি পড়ার পরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না । তোমরা নীচে দেওয়া ডাউনলোড বটনে ক্লিক করে ডাউনলোড করে নাও ।
তোমাদের সাফল্য একান্ত কাম্য
গঙ্গা নদী প্রণালী ও উপনদী বিস্তারিত
গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় ?
- আমরা গঙ্গা নদীর যদি উত্পত্তি স্থল দেখি , তাহলে আমরা লক্ষ্য করব যে গঙ্গা নদী কোনো নির্দিষ্ট স্থান থেকে উত্পত্তি হয়নি । সৃষ্টি হয়েছে অনেক নদীর মিলনে । আমরা অনেক বইতে বা অনেক জায়গায় দেখবো গঙ্গা নদীর উৎপত্তি উত্তরাখন্ডের উত্তরকোশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে । এবং উৎপত্তি স্থলে গঙ্গার নাম ভাগীরথী ।

কোন কোন নদীর মিলনে গঙ্গার উৎপত্তি হয়েছে ?
- বদরিনাথের সন্তোপথ হিমবাহ থেকে ধোলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গা নির্গত হয়ে মিলন হয়েছে বিষ্ণুপ্রয়াগে। প্রয়াগ শব্দের অর্থ হল মিলন স্থল। বিষ্ণুগঙ্গা এবং ধোলিগঙ্গা এই দুটি নদীর গভীরতা সমান থাকার কারনে মিলন স্থান থেকে নতুন নাম করা হয় অলকানন্দা।
- অলকানন্দা ক্রমশ বয়ে চললে আর একটি নন্দাকনী নামে নদীর মিলন হয়। এই দুটি নদীর মিলন স্থলকে বলে নন্দপ্রয়াগ। নন্দাকনী নদীর গভীরতা কম থাকার কারনে মূল নদীর নাম অলকানন্দা থেকে যায়।
- তারপরে পিন্ডার নামে আর একটি নদী অলকানন্দায় এসে মিশে। সেই মিলন স্থানকে বলে কর্ণপ্রয়াগ।
- আবার কর্ণপ্রয়াগের পরে অলকানন্দার সাথে মন্দাকিনি নামে নদীর মিলন হয় । এর মিলন স্থলকে বলে রুদ্রপ্রয়াগ।
- রুদ্রপ্রয়াগ থেকে নির্গত হয়ে অলকানন্দা এবং উত্তরাখন্ডের উত্তরকোশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে নির্গত হয়ে ভাগীরথীর সাথে মিলন হয়। অলকানন্দা এবং ভাগীরথীর মিলন স্থানকে বলে দেবপ্রয়াগ। শেষে দেবপ্রয়াগ থেকে অলকানন্দার নতুন নাম হয় গঙ্গা।
- দেবপ্রয়াগ থেকে গঙ্গা নির্গত হয়ে গঙ্গার অনেক শাখা প্রশাখা অর্থাত্ উপনদী তৈরি হয়েছে। গঙ্গার এই উপনদী গুলিকে দুইভাগে ভাগ করা যায়। যথা – বাম তীরের নদী এবং ডান তীরের নদী।
- ডান তীরের উপনদী গুলি হল – যমুনা , শোন।
- বাম তীরের উপনদী গুলি হল – রামগঙ্গা , গোমতী , কালি , গন্ডক , কোশি , ঘর্ঘরা।
সম্পুর্ণ PDF এর নমুনা

উপরে দেওয়া তালিকাটি সম্পুর্ণ PDF FILE নিচে দেওয়া আছে ।ডাউনলোড করো সম্পুর্ণ বিনামূল্যে ।
PDF Details:
PDF Name :গঙ্গা নদী প্রণালী ও উপনদী বিস্তারিত
Language: Bengali
Total Page: 03
Total PDF Size : 789kb
তথ্যসূত্র
বিভিন্ন ধরনের শস্য | রবি শস্য | খারিফ শস্য
ভারতের বিভিন্ন শহরের উপনামের তালিকা | List of nicknames of different cities in India
সিন্ধু নদী প্রণালী এবং বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF
ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান ও অবস্থান | ভারতের জাতীয় উদ্যান
ভারতের প্রধান সেতুসমূূূহের তালিকা PDF | বিভিন্ন সেতুসমূহ
বিভিন্ন ঘূর্ণিঝর ও নামকরনকারী দেশ | বিভিন্ন ঘূর্ণিঝরের নামকরন
বিভিন্ন রঙের বিপ্লব | কোন বিপ্লব কী বিষয় নিয়ে